|
মিড বাজেট প্রাইভেট ইউনিভার্সিটি |
বর্তমানে একজন শিক্ষার্থীর কলেজের পাঠ শেষ করার পর প্রধান স্বপ্ন থাকে পাবলিক ইউনিভার্সিটিতে একটি ভালো বিষয় নিয়ে পড়াশোনা করার। তবে পাবলিক ইউনিভার্সিটিতে সীমিত সংখ্যাক সিট থাকার কারণে সবার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন পূরণ হয়। তারপর অনেকে ন্যাশনাল বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। তো আমাদের আজকের পোস্টটি মূলত মিড বাজেটে সেরা ৬ টি প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে। তাহলে কথা না বাড়িয়ে মূল পোস্টের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট
মিড বাজেটের মধ্যে যারা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি খুঁজেন তাদের সেরা চয়েজ হতে পারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।এই ইউনিভার্সিটিটি ঢাকার সাতারকুল বাড্ডায় অবস্থিত এবং এটা তাদের স্থায়ী ক্যাম্পাস।ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৭ই এপ্রিল ১৯৯৫ সালে প্রফেসর ডক্টর এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারি প্রতিষ্ঠা করে। তাছাড়া এটি ইউজিসি অনুমোদিত প্রাইভেট ইউনিভার্সিটি।আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন diu.ac এখানে।
course |
duration |
credit |
adm. fee |
total fee |
cse |
4year |
148 |
25000 |
750000 |
eee |
4year |
145 |
20000 |
525000 |
civil |
4year |
169 |
20000 |
575000 |
english |
4year |
141 |
15000 |
425000 |
economics |
4year |
120 |
15000 |
350000
|
উত্তরা ইউনিভার্সিটি
মিড বাজেটে উত্তরা ইউনিভার্সিটিও আপনার বেস্ট চয়েস হতে পারে। এই ইউনিভার্সিটির উত্তরাতে নিজস্ব ক্যাম্পাস রয়েছে। তাছাড়া এই ইউনিভার্সিটি ইউসিজি অনুমোদিত। এখানে আপনি আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট এর উপর ৫০%-১০০% স্কলারশিপ পাবেন। তাছাড়া ভার্সিটির অভ্যান্তরিণ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে তার জন্যেও সেমিস্টার ফী এর উপর ডিসকাউন্ট পাবেন।আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট uttarauniversity.edu.bd ভিজিট করতে পারেন।
course |
duration |
credit |
adm. fee |
total fee |
cse |
4year |
145 |
16500 |
627260 |
eee |
4year |
158 |
16500 |
423267 |
civil |
4year |
160 |
15500 |
518700 |
english |
4year |
141 |
16500 |
527000 |
bangla |
4year |
143 |
14500 |
234100
|
ইস্টার্ন ইউনিভার্সিটি
ইস্টার্ন ইউনিভার্সিটি সাভারের আশুলিয়া মডেল টাউনে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।স্বল্প খরচে অনেক ভালো শিক্ষা প্রধান এবং শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে অনেক ভালো অবদান রেখে চলেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এখানে উন্নত ল্যাব, খেলার মাঠ, বিজ্ঞান ক্লাব, পাঠাগার, স্থায়ী ক্যাম্পাস সহ প্রায় সকল কিছুই রয়েছে। তাছাড়া এখানকার সব শিক্ষকই অভিজ্ঞ এবং দক্ষ।আরো বিস্তারিত জানতে আপনি eastarnuni.edu. bd এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
course |
duration |
credit |
adm. fee |
total fee |
cse |
4year |
155 |
30500 |
545000 |
eee |
4year |
154 |
30500 |
527000 |
civil |
4year |
160 |
30500 |
622000 |
english |
4year |
128 |
30500 |
436000 |
llb |
4year |
151 |
30500 |
972000
|
নর্দান ইউনিভার্সিটি
মিড বাজেটে আরেকটি সেরা প্রাইভেট ইউনিভার্সিটি হলো নর্দান ইউনিভার্সিটি।এই ইউনিভার্সিটিটি ২০১০ সালে ঢাকার দক্ষিণখানে প্রতিষ্টিত করা হয়। এখানে একজন স্টুডেন্ট তার ফলাফলের উপর ৫০-১০০% স্কলারশিপ পেয়ে থাকে। তাছাড়া এখানে রয়েছে উন্নতমানের ল্যাব সুবিধা, আধুনিক খেলার মাঠ এবং প্রশিক্ষিত শিক্ষক।আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট nub.ac.bd ভিজিট করতে পারেন।
course |
duration |
credit |
adm. fee |
total fee |
cse |
4year |
152 |
13000 |
545000 |
eee |
4year |
154 |
13000 |
509000 |
civil |
4year |
160 |
13000 |
537000 |
bangla |
4year |
120 |
13000 |
164000 |
llb |
4year |
160 |
13000 |
637000
|
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
মিড বাজেটের মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটি হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটি ১৯৯২ সালে উত্তরা ৭নম্বর সেক্টরে প্রতিষ্ঠা করা হয়।এই ইউনিভার্সিটিতে এসএসসি -এইচএসসি ফলাফলের উপর ফিক্সড স্কলারশিপ প্রদান করে থাকে।এখানে উন্নতমানের ল্যাব, বিজ্ঞান ক্লাব সহ প্রায় সব সুযোগ সুবিধায় রয়েছে।আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট wub.edu. bd ভিজিট করতে পারেন।
course |
duration |
credit |
adm. fee |
total fee |
cse |
4year |
146 |
38500 |
615500 |
eee |
4year |
160 |
38500 |
637500 |
civil |
4year |
160 |
38500 |
637000 |
english |
4year |
142 |
38500 |
428000 |
llb |
4year |
144 |
38500 |
841000
|
স্টেট ইউনিভার্সিটি
স্টেট ইউনিভার্সিটি মিড বাজেটের জন্যে মুটামুটি একটি আদর্শ প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে আপনি উন্নতমানের সব সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া ভর্তির সময় আপনি আপনার একাডেমিক ফলাফলের উপর একটা ফিক্সড স্কলারশিপ পেয়ে যাবেন। আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট sub.ac. bd ভিজিট করতে পারেন।
course |
duration |
credit |
adm. fee |
total fee |
cse |
4year |
140 |
25000 |
725000 |
bfet |
4year |
125 |
25000 |
527000 |
jcma |
4year |
140 |
25000 |
585000 |
english |
4year |
130 |
25000 |
552000 |
llb |
4year |
140 |
25000 |
657000
|
প্ৰিয় পাঠক আজকের পোস্টটি এখানেই শেষ করা হলো। পরবর্তীতে এরকম পোস্ট বা টিউটোরিয়াল পেতে আমাদের ইমেইল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।