Tips71
ব্লগারে আমাদের ফলো করুন বাটন অ্যাড করুন খুব সহজে (কোড সহ )

ব্লগারে আমাদের ফলো করুন বাটন অ্যাড করুন খুব সহজে (কোড সহ )

আমাদের ফলো করুন সেকশন ব্লগারে যুক্ত করার সহজ ও সুন্দর উপায়

বর্তমানে ব্লগ বা ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া ফলো বাটন থাকা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এতে পাঠকরা সহজেই আমাদের ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম পেজে যুক্ত হতে পারে। আজ আমি তোমাদের দেখাবো কীভাবে নিজের Blogger সাইটে একটি সুন্দর ও মোবাইল-ফ্রেন্ডলি "আমাদের ফলো করুন" সেকশন যুক্ত করা যায়।

কেন এই সেকশন দরকার?

  • পাঠকেরা সহজেই তোমার সোশ্যাল লিংকে যেতে পারবে
  • ব্র্যান্ডিং এবং ট্রাস্ট বাড়াবে
  • ব্লগের ডিজাইন আরও প্রফেশনাল দেখাবে

কোড যুক্ত করার নিয়ম

তুমি নিচের কোডটি কপি করে Blogger → Layout → Add a Gadget → HTML/JavaScript এর মধ্যে পেস্ট করো। তার আগে অবশ্যই লাস্টে দেওয়া "Font Awesome" লাইব্রেরি যুক্ত করতে ভুলবে না, না হলে আইকনগুলো দেখা যাবে না।

<style>
  .follow-us-box {
    max-width: 700px;
    margin: 40px auto;
    padding: 25px;
    background: #ffffff;
    border-radius: 16px;
    box-shadow: 0 5px 20px rgba(0, 0, 0, 0.08);
    text-align: center;
    border-top: 5px solid #7b2ff7;
    font-family: 'Hind Siliguri', sans-serif;
  }
  .follow-us-box h2 {
    font-size: 22px;
    margin-bottom: 15px;
    color: #333;
  }
  .social-icons {
    display: flex;
    justify-content: center;
    flex-wrap: wrap;
    gap: 15px;
    margin-top: 15px;
  }
  .social-icons a {
    display: inline-flex;
    align-items: center;
    justify-content: center;
    width: 48px;
    height: 48px;
    border-radius: 50%;
    color: #fff;
    font-size: 20px;
    text-decoration: none;
    transition: 0.3s ease;
  }
  .social-icons a:hover {
    transform: scale(1.1) rotate(5deg);
  }
  .facebook { background: #3b5998; }
  .telegram { background: #0088cc; }
  .whatsapp { background: #25D366; }
  .youtube  { background: #FF0000; }
  .instagram {
    background: radial-gradient(circle at 30% 30%, #fdf497 0%, #fd5949 50%, #d6249f 75%, #285AEB 100%);
  }
</style>

<div class="follow-us-box">
  <h2>আমাদের ফলো করুন</h2>
  <div class="social-icons">
    <a class="facebook" href="https://www.facebook.com/ariyan.shuvo.827630" target="_blank"><i class="fab fa-facebook-f"></i></a>
    <a class="telegram" href="https://t.me/01311008164" target="_blank"><i class="fab fa-telegram-plane"></i></a>
    <a class="whatsapp" href="https://wa.me/01311008163" target="_blank"><i class="fab fa-whatsapp"></i></a>
    <a class="youtube" href="https://youtube.com/" target="_blank"><i class="fab fa-youtube"></i></a>
    <a class="instagram" href="https://instagram.com/" target="_blank"><i class="fab fa-instagram"></i></a>
  </div>
</div>

<!-- Font Awesome Icon CDN -->
<link rel="stylesheet" href="https://cdnjs.cloudflare.com/ajax/libs/font-awesome/6.5.0/css/all.min.css">

অতিরিক্ত টিপস:

  • প্রয়োজনে আরও সোশ্যাল লিংক যেমন TikTok, LinkedIn ইত্যাদি যোগ করতে পারো।
  • এই সেকশনটা Footer, Sidebar বা Newsletter এর নিচে বসালেই দারুণ মানাবে।

আশা করি এই টিউটোরিয়াল তোমাদের কাজে আসবে। যদি কোনও সমস্যা হয়, কমেন্টে জানাও। নতুন ডিজাইন ও ফিচার নিয়ে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। 😊

বিসিএস প্রস্তুতি ২০২৫: কীভাবে শুরু করবেন, কী পড়বেন তার বিস্তারিত

বিসিএস প্রস্তুতি ২০২৫: কীভাবে শুরু করবেন, কী পড়বেন তার বিস্তারিত

🇧🇩 বিসিএস প্রস্তুতি ২০২৫: পূর্ণাঙ্গ গাইড, বই তালিকা ও স্ট্র্যাটেজি

বিসিএস কেবল একটি চাকরি নয়, এটি বাংলাদেশে সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং সম্মানজনক সরকারি নিয়োগ পরীক্ষা। সঠিক দিকনির্দেশনা, মানসম্পন্ন বই, সময় ব্যবস্থাপনা এবং অধ্যবসায়ের সমন্বয়ে একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। এখানে দেওয়া হলো বিসিএস প্রিলি, লিখিত ও ভাইভার পূর্ণ প্রস্তুতির এক্সক্লুসিভ গাইডলাইন!

📌 বিসিএস প্রস্তুতির ৩টি স্তর:

  1. প্রিলিমিনারি (MCQ)
  2. লিখিত পরীক্ষা
  3. ভাইভা (মৌখিক পরীক্ষা)

🧭 একটি মাস্টার প্ল্যান:

  • 📅 ১ম-২য় মাস: সিলেবাস বোঝা, বিষয় নির্বাচন ও বই সংগ্রহ
  • 📚 ৩য়-৫ম মাস: বিষয়ভিত্তিক অধ্যয়ন + প্রশ্নপত্র সমাধান
  • 🧠 ৬ষ্ঠ মাস: পূর্ণ রিভিশন + মডেল টেস্ট + ভুলগুলো শুধরানো

📚 প্রিলিমিনারি পরীক্ষার বই তালিকা:

বিষয় সুপারিশকৃত বই
বাংলা MP3 বাংলা, সাদিক'স বাংলা, BCS বাংলা ব্যাখ্যাসহ
ইংরেজি Jahangir's English, MP3 English, BCS Grammar Book
বাংলাদেশ বিষয়াবলি Masum স্যার, ফারহানা আফরিন, ও নবীন বাংলা
আন্তর্জাতিক Professor's, বিজয় সিরিজ
কম্পিউটার BCS ICT, নুরুল ইসলাম
সাধারণ বিজ্ঞান BCS বিজ্ঞান, NCTB বই
গণিত ও মানসিক দক্ষতা Professor's, MP3, Zero to Hero Math
কারেন্ট অ্যাফেয়ার্স মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, BCS Chronicle

📝 লিখিত প্রস্তুতি:

লিখিত অংশে প্রয়োজন গভীর বিশ্লেষণমূলক লেখার অভ্যাস। নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিজের রচনামূলক ক্ষমতা বাড়ানো জরুরি। প্রতিটি বিষয় আলাদা খাতায় প্রস্তুত রাখো, যাতে সময়মতো রিভিশন করা সহজ হয়।

🎤 ভাইভা প্রস্তুতি:

  • নিজের সাবজেক্ট, জেলা, জেলার ইতিহাস ভালোভাবে জেনে নাও
  • হালের ঘটনা সম্পর্কে হালনাগাদ থাকো
  • সামাজিক-নৈতিক প্রশ্নের ভালো উত্তর অনুশীলন করো
  • নিজেকে আয়নায় দেখে প্রেজেন্টেশন অনুশীলন করো

💡 স্মার্ট টিপস:

  • প্রতিদিন ৬–৮ ঘন্টা পড়ার চেষ্টা করো
  • মাসিক রুটিন তৈরি করে তাতে অটল থাকো
  • নিজের দুর্বল টপিক আগে তৈরি করো
  • MCQ প্র্যাকটিসের জন্য অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করো
  • গ্রুপ স্টাডি/BCS গ্রুপে থাকো
  • পেছনে নয়, সামনে তাকাও — জেদ ধরো!

✍️ লেখক: মেহেদী হাসান শুভ | বিসিএস প্রস্তুতির যাত্রায় সবার পাশে — শিক্ষা, অনুপ্রেরণা ও সঠিক দিকনির্দেশনা নিয়ে।

যখন এডমিশনের গল্প ফুরায়, তখন শুরু হয় নিঃশব্দ বেদনা

যখন এডমিশনের গল্প ফুরায়, তখন শুরু হয় নিঃশব্দ বেদনা

 কিছু কিছু রাত্রি আসে, যেসকল রাত্রিতে কিছু না করিয়াও মন প্রশান্ত হয়। কোনও কাজের তাড়া থাকে না, নেই ঘুমের প্রয়োজনও। ভর্তি পরীক্ষার চাপ শেষ (ব্যর্থ),এখন মস্তিষ্কে নেই উচ্চতর গণিতের জটিল সূত্র, নেই পদার্থবিজ্ঞানের অচেনা তত্ত্ব, নেই আর সেই চিরচেনা রাতজাগার ভয়। তবু, এমন এক নিস্তব্ধ রাত্রিতে বুকের গভীরে এক অজানা বেদনা জমিয়া থাকে,যাহা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য।





এই সকল রাত্রিতে আমার বড়ো ইচ্ছা জাগে পাখি হই,ডানা মেলিয়া উড়িয়া চলি দূর দেশে, এমন এক স্থানে, যাহাতে কেহ আমাকে চিনিবে না, খোঁজও করিবে না। আবার কখনও মনে হয়, যদি একটি ঝরা পাতা হইতাম,গাছের শাখা হইতে খুলিয়া নীরবে ভূমিতে পড়িয়া যাইতাম, কোনও শব্দ না করিয়া, কারও দৃষ্টিগোচর না হইয়া।


এই নিরালোক রজনীতে হারাইতে ইচ্ছা করে। চুপিচুপি হেঁটে বেড়াইতে ইচ্ছা করে নগরীর কোনো নিঃসঙ্গ গলিতে,নিজেরই ছায়াটির সঙ্গে কিছুক্ষণ কথা বলিতে। কখনও ভাবি, যদি কোনও রিকশাচালকের পাশে বসিয়া তাহার জীবনের গল্প শুনিতে পারিতাম,তাহার ক্লান্ত চোখে হয়তো নিজেরই বেদনার প্রতিফলন দেখিতে পাইতাম।


কখনোবা আবার মনে হয়, যদি একটি ক্ষুদ্র ফড়িং হইতাম! উড়িতে উড়িতে চলে যাইতাম জীবনানন্দ দাশের কবিতার পাতায়। তাহার সম্মুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিতাম "মহাশয়, বছর কুড়ি পরে সত্যিই কি কেউ থাকে? থাকিলেও, কি আর পূর্বের ন্যায় থাকে?"


এই রাত্রিগুলিতে আমি যেন আর আমি থাকি না। একপ্রকার নীরব বাতাস হইয়া যাই।যাহা অদৃশ্য, অতি হালকা, অথচ অস্বাভাবিকভাবে ভারী। কারও দৃষ্টিতে ধরা পড়ি না, তবু নিজের অন্তরে এক নিরব ঝড় বয়ে চলে।

মিড বাজেটের মধ্যে সেরা ছয়টি প্রাইভেট ইউনিভার্সিটি

মিড বাজেটের মধ্যে সেরা ছয়টি প্রাইভেট ইউনিভার্সিটি

 

মিড বাজেট প্রাইভেট ইউনিভার্সিটি
মিড বাজেট প্রাইভেট ইউনিভার্সিটি 

বর্তমানে একজন শিক্ষার্থীর কলেজের পাঠ শেষ করার পর প্রধান স্বপ্ন থাকে পাবলিক ইউনিভার্সিটিতে একটি ভালো বিষয় নিয়ে পড়াশোনা করার। তবে পাবলিক ইউনিভার্সিটিতে সীমিত সংখ্যাক সিট থাকার কারণে সবার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন পূরণ হয়। তারপর অনেকে ন্যাশনাল বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। তো আমাদের আজকের পোস্টটি মূলত মিড বাজেটে সেরা ৬ টি প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে। তাহলে কথা না বাড়িয়ে মূল পোস্টের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।


ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট

মিড বাজেটের মধ্যে যারা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি খুঁজেন তাদের সেরা চয়েজ হতে পারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।এই ইউনিভার্সিটিটি ঢাকার সাতারকুল বাড্ডায় অবস্থিত এবং এটা তাদের স্থায়ী ক্যাম্পাস।ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৭ই এপ্রিল ১৯৯৫ সালে প্রফেসর ডক্টর এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারি প্রতিষ্ঠা করে। তাছাড়া এটি ইউজিসি অনুমোদিত প্রাইভেট ইউনিভার্সিটি।আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন diu.ac এখানে।


course
duration credit adm. fee total fee
cse 4year 148 25000 750000
eee 4year 145 20000 525000
civil 4year 169 20000 575000
english 4year 141 15000 425000
economics 4year 120 15000 350000


উত্তরা ইউনিভার্সিটি

মিড বাজেটে উত্তরা ইউনিভার্সিটিও আপনার বেস্ট চয়েস হতে পারে। এই ইউনিভার্সিটির উত্তরাতে নিজস্ব ক্যাম্পাস রয়েছে। তাছাড়া এই ইউনিভার্সিটি ইউসিজি অনুমোদিত। এখানে আপনি আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট এর উপর ৫০%-১০০% স্কলারশিপ পাবেন। তাছাড়া ভার্সিটির অভ্যান্তরিণ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে তার জন্যেও সেমিস্টার ফী এর উপর ডিসকাউন্ট পাবেন।আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট uttarauniversity.edu.bd ভিজিট করতে পারেন।

course duration credit adm. fee total fee
cse 4year 145 16500 627260
eee 4year 158 16500 423267
civil 4year 160 15500 518700
english 4year 141 16500 527000
bangla 4year 143 14500 234100

ইস্টার্ন ইউনিভার্সিটি 

ইস্টার্ন ইউনিভার্সিটি সাভারের আশুলিয়া মডেল টাউনে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।স্বল্প খরচে অনেক ভালো শিক্ষা প্রধান এবং শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে অনেক ভালো অবদান রেখে চলেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এখানে উন্নত ল্যাব, খেলার মাঠ, বিজ্ঞান ক্লাব, পাঠাগার, স্থায়ী ক্যাম্পাস সহ প্রায় সকল কিছুই রয়েছে। তাছাড়া এখানকার সব শিক্ষকই অভিজ্ঞ এবং দক্ষ।আরো বিস্তারিত জানতে আপনি eastarnuni.edu. bd এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
course duration credit adm. fee total fee
cse 4year 155 30500 545000
eee 4year 154 30500 527000
civil 4year 160 30500 622000
english 4year 128 30500 436000
llb 4year 151 30500 972000

নর্দান ইউনিভার্সিটি 

মিড বাজেটে আরেকটি সেরা প্রাইভেট ইউনিভার্সিটি হলো নর্দান ইউনিভার্সিটি।এই ইউনিভার্সিটিটি ২০১০ সালে ঢাকার দক্ষিণখানে প্রতিষ্টিত করা হয়। এখানে একজন স্টুডেন্ট তার ফলাফলের উপর ৫০-১০০% স্কলারশিপ পেয়ে থাকে। তাছাড়া এখানে রয়েছে উন্নতমানের ল্যাব সুবিধা, আধুনিক খেলার মাঠ এবং প্রশিক্ষিত শিক্ষক।আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট nub.ac.bd ভিজিট করতে পারেন।
course duration credit adm. fee total fee
cse 4year 152 13000 545000
eee 4year 154 13000 509000
civil 4year 160 13000 537000
bangla 4year 120 13000 164000
llb 4year 160 13000 637000

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি 

মিড বাজেটের মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটি হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটি ১৯৯২ সালে উত্তরা ৭নম্বর সেক্টরে প্রতিষ্ঠা করা হয়।এই ইউনিভার্সিটিতে এসএসসি -এইচএসসি ফলাফলের উপর ফিক্সড স্কলারশিপ প্রদান করে থাকে।এখানে উন্নতমানের ল্যাব, বিজ্ঞান ক্লাব সহ প্রায় সব সুযোগ সুবিধায় রয়েছে।আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট wub.edu. bd ভিজিট করতে পারেন।
course duration credit adm. fee total fee
cse 4year 146 38500 615500
eee 4year 160 38500 637500
civil 4year 160 38500 637000
english 4year 142 38500 428000
llb 4year 144 38500 841000

স্টেট ইউনিভার্সিটি 

স্টেট ইউনিভার্সিটি মিড বাজেটের জন্যে মুটামুটি একটি আদর্শ প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে আপনি উন্নতমানের সব সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া ভর্তির সময় আপনি আপনার একাডেমিক ফলাফলের উপর একটা ফিক্সড স্কলারশিপ পেয়ে যাবেন। আরো বিস্তারিত জানতে আপনি তাদের ওয়েবসাইট sub.ac. bd ভিজিট করতে পারেন।
course duration credit adm. fee total fee
cse 4year 140 25000 725000
bfet 4year 125 25000 527000
jcma 4year 140 25000 585000
english 4year 130 25000 552000
llb 4year 140 25000 657000

প্ৰিয় পাঠক আজকের পোস্টটি এখানেই শেষ করা হলো। পরবর্তীতে এরকম পোস্ট বা টিউটোরিয়াল পেতে আমাদের ইমেইল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 

চাকরি এবং বিসিএস পরীক্ষার জন্যে বাছাই করা বেস্ট জিকে প্রশ্ন এবং উত্তর

চাকরি এবং বিসিএস পরীক্ষার জন্যে বাছাই করা বেস্ট জিকে প্রশ্ন এবং উত্তর

বেস্ট জিকে প্রশ্ন উত্তর
বেস্ট জিকে প্রশ্ন উত্তর 



আজকের আপনাদের মাঝে চাকরির পরীক্ষা বা বিসিএসের জন্যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে হলে জ্ঞানের পরিধি বিস্তৃত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস ইত্যাদি ক্ষেত্রে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে চাকরির পরীক্ষা এবং বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল:

ইতিহাস ও ঐতিহ্য


প্রশ্ন: কোন যুগে মানুষের অভির্বাব ঘটেছে?
উত্তর: ক্রিটেসাস যুগে।

প্রশ্ন: ইতিহাসে কে প্রথম লিখিত আইন প্রণয়ন করেন?
উত্তর: হাম্বুরাবি।

প্রশ্ন: বাবরি মসজিদ ভারতের কোন জায়গায় ছিল?
উত্তর: অযোধ্যা।

ভূগোল ও পরিবেশ 


প্রশ্ন: পৃথিবীতে মোট কতটি মহাসাগর আছে?
উত্তর: ৫টি। (প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর)

রাজনীতি ও সরকার


প্রশ্ন: ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি?
উত্তর: বিধানসভা।

প্রশ্ন: নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন: নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
উত্তর: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।

প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর: ট্রাইগবে লাই।

সাহিত্য ও সংস্কৃতি


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি?
উত্তর: প্রকৃতির প্রতিশোধ।

প্রশ্ন: কবি আলাওলের উপাধি কি?
উত্তর: মহাকবি।

প্রশ্ন: কোন উপন্যাসের নায়িকার নাম কুমুদিনী?
উত্তর: যোগাযোগ উপন্যাস।

প্রশ্ন: বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি?
উত্তর: ইমাম হোসেন।

প্রশ্ন: তালাশ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: শাহীন আক্তার।

বাংলাদেশ বিষয়াবলি


প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার রং কতটি?
উত্তর: ২টি। (গাঢ় সবুজ ও লাল)

প্রশ্ন: মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা। (রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর অবস্থিত)

প্রশ্ন: বাংলাদেশ চা বোর্ড কোন জেলায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।

প্রশ্ন: শেখ হাসিনা কবে পদত্যাগ করেছিলেন?
উত্তর: শেখ হাসিনা ২০০১ সালে পদত্যাগ করেছিলেন।

প্রশ্ন: বর্তমান বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে?
উত্তর: বাংলাদেশে বর্তমানে অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা নেই।

আন্তর্জাতিক


প্রশ্ন: লেবাননের মুদ্রার নাম কি?
উত্তর: পাউন্ড। (লেবাননের মুদ্রার নাম "লিরা"। "পাউন্ড" যুক্তরাজ্য, মিশর ইত্যাদি দেশের মুদ্রার নাম।)

প্রশ্ন: টাইমস কোন দেশের পত্রিকার নাম?
উত্তর: যুক্তরাজ্য। (অস্ট্রেলিয়ায় "দ্য অস্ট্রেলিয়ান" এবং "দ্য এজ" নামে জনপ্রিয় পত্রিকা আছে। )

প্রশ্ন: মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর: উত্তর মেসিডোনিয়া। (তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের স্কোপজে, বর্তমান উত্তর মেসিডোনিয়া)।

এগুলা বাদে আরও নানান বিষয় থেকে জ্ঞানমূলক জিকে প্রশ্ন আসতে পারে। তাই নিয়মিত পত্র-পত্রিকা পড়া, বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করা এবং নিয়মিত প্রশ্নোত্তর অনুশীলন করা একজন বিসিএস বা চাকরি প্রত্যাশি লোকের মূল কাজ।প্রিয় পাঠক আজকের পোস্টটি এখানেই শেষ করা হলো।পরবর্তীতে ধারাবাহিকভাবে চাকরি এবং বিসিএস এর জন্যে গুরুত্বপূর্ন জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে।ততক্ষন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যা এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে।
গ্রামীণ সিমে কম টাকায় বেস্ট ইন্টারনেট অফার

গ্রামীণ সিমে কম টাকায় বেস্ট ইন্টারনেট অফার

 

সম্মানিত পাঠক, আজকের পোস্টে আমরা গ্রামীণ সিমে কম টাকায় বেস্ট এমবি অফার সম্পর্কে জানবো।আমরা অনেকেই প্রতি মাসে অনেক ডাটা ব্যবহার করি।কিন্তু কম টাকায় বেশি ডাটার অফার না জানার কারণে  প্রতি মাসে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তাই আপনাদের সুবিধার জন্যে আজকে গ্রামীণ সিমের কম টাকার বেশি এমবি অফার নিয়ে আলোচনা করবো। ধারাবাহিকভাবে অন্যান্য সিমগুলার অফার নিয়েও পোস্ট করা হবে। অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল পোস্টে যাওয়া যাক।





জিপি ১৫ জিবি ১৩০ টাকা ৭ দিন 

যারা প্রতি সপ্তাহে মুটামুটিভাবে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তাদের জন্যে এই অফারটি বেস্ট।অফারটি সক্রিয় করার জন্যে *১২১*৫০৪৭# এই কোডটি ডায়াল করতে হবে। আর যাদের ফোনে মাই জিপি এপ্স আছে তারা এপ্স এর ইন্টারনেট অপশনে ক্লিক করে এই অফারটি কিনতে পারবেন।


২৫ জিবি ১৯০ টাকা ৭ দিন

 দিনের প্রায় বেশিরভাগ সময় যারা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া প্লাটফ্রমগুলো ব্যবহার করে তাঁদের জন্যে এই অফারটি বেস্ট। অফারটি সচল করার জন্যে *১২১*৫৫৯৮# ডায়াল করতে হবে অথবা ফোনে মাইজিপি এপ্স এর ইন্টারনেট অপশন থেকেও ক্রয় করা যাবে।


১৫ জিবি ২০০ টাকা ৩০ দিন 

যারা অন্যান্য প্লাটফর্মগুলোর চেয়ে সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে তাদের জন্যে এই অফারটি এক কথায় সোনার হরিনের মতো। পূর্বে গ্রামীণ সিমে এই অফারটি চালু ছিলোনা কিছুদিন হলো এটা চালু করেছে গ্রামীণ সিম কর্তুপক্ষ। এই অফারটি চালু করার জন্যে *১২১*৫০২৮# কোডটি ডায়াল করতে হবে অথবা মাইজিপি এপ্স এর মাধ্যমেও ক্রয় করা যাবে।


জিবি ২৫ টাকা ৭ দিন

 যারা খুব বেশি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। তবে হুটহাট প্রয়োজনের তাগিদে কখনো কখনো ডাটার দরকার পরে। তাদের জন্যে এই অফারটি বেস্ট। অফারটি চালু করার জন্যে *১২১*৫১৮২# কোডটি ডায়াল করতে হবে। কিংবা চাইলে মাইজিপির মাধ্যমেও ক্রয় করা যাবে।


৬জিবি ৮৮ টাকা ৩০ দিন 

যারা শুধু সোশ্যাল মিডিয়া টেক্সট বা নিউসফিড দেখেন তাদের জন্যে এই অফারটি। এই অফারটি চালু করার জন্যে *১২১*৫০৭১# কোডটি ডায়াল করতে হবে। অথবা চাইলে মাইজিপি এপপ্স এর মাধ্যমেও ক্রয় করা যাবে।


৫ জিবি ৫৬ টাকা ১ দিন 

যাদের হঠাৎ কখনো একদিনে একটু বেশি ডাটার দরকার হয়। তাদের জন্যে এই অফারটি বেস্ট। অফারটি সক্রিয় করার জন্যে *১২১*৩০৫৬# কোডটি ডায়াল করতে হবে। তাছাড়া মাইজিপি এপ্স এর মাধ্যমেও ক্রয় করা যাবে।


আজকের পোস্ট এখানেই শেষ। আশা করি পোস্টটির মাধ্যমে আপনাদের উপকার হবে। যদি সত্যি উপকার পেয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করার অনুরোধ থাকবে।